× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে: জাপা চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম । আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৪, ১১:৫৯ এএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২৬ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলের অনলাইন কর্মী এবং ঢাকা বিভাগীয় জেলা নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অউশঠিত হয়। সভায়, জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর দেশে নতুন করে বৈষম্য শুরু হয়েছে।

সভায় তিনি বলেন, তিনি বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কাজ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা হলো বৈষম্য থেকে মুক্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ায় আওয়ামী লীগের পতন হয়েছে।

জি এম কাদের বলেন, ছাত্র আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের মামলায় জাতীয় পার্টি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অন্যায় আমরা মেনে নেব না।

তিনি বলেন, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন। অথচ রংপুরে ১১টি মিথ্যা মামলায় জাতীয় পার্টির অন্তত ৩৩ জন নেতাকর্মী আসামি হয়েছেন। তাদের অনেকেই গ্রেপ্তার হয়ে জেল খাটছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.